ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রুনাই সুলতানের ১০ অজানা তথ্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
ব্রুনাই সুলতানের ১০ অজানা তথ্য

ঢাকা: ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ আগামী শনিবার (১৫ অক্টোবর) দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। বিশ্বের সবচেয়ে ধনী ও বিলাসী সুলতান হিসেবে তিনি সুপরিচিত।

সুলতানের ১০টি অজানা তথ্য বাংলানিউজের পাঠকের কাছে তুলে ধরা হলো।

১. ব্রুনাইয়ের সুলতানের সম্পদের পরিমাণ প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলার। তেল সম্পদ থেকে তিনি প্রচুর অর্থ আয় করে থাকেন।

২. সুলতানের প্রতি মাসে চুল কাটতে ব্যয় হয় ১৭ লাখ টাকা। প্রতি মাসে একবার লন্ডন থেকে নাপিত ব্রুনাই গিয়ে তার চুল কেটে আসেন।

৩. সুলতানের গাড়ির সংখ্যা সাত হাজার। এর মধ্যে প্রায় ৫০০ রোলস রয়েস গাড়ি রয়েছে। বিলাসবহুল কয়েকশ’ ফেরারি গাড়িও আছে তার।

৪. ব্রনাই সুলতানের নিজস্ব জেট ও বোয়িং বিমান রয়েছে। কোনো দেশ সফরে গেলে তিনি নিজস্ব বিমান ব্যবহার করে থাকেন।

৫. সুলতানের রাজপ্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান প্যালেস। এখানে ১৭ হাজার রুম, ২৫৭টি বাথরুম, পাঁচটি সুইমিং পুল, ১১০টি গ্যারেজ আছে। ১.৪ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ এটি।

৬. প্রতি সেকেন্ডে ব্রুনাইয়ের সুলতানের আয় ১০০ মার্কিন ডলার। তেল সম্পদ ও বিনিয়োগ থেকেই তার এ আয়।

৭. পাবলো পিকাসো ও পিয়ের-অগস্ত্য রেনোয়াঁর অরজিনাল শিল্পকর্ম সংগ্রহে রয়েছে সুলতানের।

৮. সুলতান হিসেবে ব্রুনাইয়ে তিনি খুব জনপ্রিয়। সে দেশের কোনো নাগরিককে ট্যাক্স দিতে হয় না বলেই তার এ জনপ্রিয়তা।

৯. ১৯৬৭ সাল থেকে প্রায় ৫৫ বছর ব্রুনাই শাসন করে আসছেন সুলতান হাসানাল বলকিয়াহ। রানি দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই দীর্ঘদিন ধরে কোনো একটি দেশের সিংহাসনে রয়েছেন।

১০. সুলতান গান শুনতে পছন্দ করেন। ১৯৯৬ সালে তার ৫০তম জন্মদিন উপলক্ষে ব্রুনাইয়ে মাইকেল জ্যাকসনের কনসার্ট আয়োজন করেন। এজন্য মাইকেল জ্যাকসনকে তিনি দিয়েছিলেন ১৭ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।