ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ যাত্রী আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ যাত্রী আহত  আহতরা।

কুমিল্লা: কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-সিলেট রুটের সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার সামিউল্লাহ (১৮), রাজু (২১), রকি (২০), হৃদয় (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি এলাকার মো. আলম (২০) ও মোবারক হোসেন (৩০)।

আহতদের মধ্যে আলম ও মোবারকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সহিদুর রহমান।

পুলিশ কর্মকর্তা সহিদ জানান, ট্রেনের ছাদে চড়ে ওই যাত্রীরা চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। কুমিল্লা সদর উপজেলার বিজয়পুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে ছাদে থাকা ছয়জন বৈদ্যুতিক তারে জড়িয়ে ছিটকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত যাত্রী আলম বলেন, আমি ফল ব্যবসায়ী। ট্রেনের ভেতর যাত্রী বেশি থাকায় ছাদে উঠি। বিজয়পুর আসার পর কি হলো বুঝতে পারি নাই। পরে যখন হুঁশ ফিরল দেখি আমি হাসপাতালে।

কুমিল্লা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল ইসলাম মামুন বলেন, বিকেল সোয়া ৫টার দিকে ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে দুইজনকে ঢাকায় পাঠানো হয়। বাকি চারজন এখন কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।