ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে হত্যা, ৫ দিন পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
সীমান্তে হত্যা, ৫ দিন পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বলদিয়া সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি মুনতাজ হোসেনের (৩২) মরদেহ পাঁচ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীমান্তের ৮১ নম্বর মেইন পিলারের জিরো লাইনে পতাকা বৈঠকের পরে বিজিবির কাছে মুনতাজের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মাহবুবুর রহমান। আর বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিমল কুমার।

উল্লেখ্য, গত শনিবার (০৮ অক্টোবর) দিনগত রাতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা বাংলাদেশের বড় বলদিয়া সীমান্ত বরাবর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এতে সীমান্তের কাঁটাতারের ওপারে গরু আনতে যাওয়া বাংলাদেশি মুনতাজ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে রোববার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সেই মরদেহ আজকে তারা ফেরত দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।