ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে ট্রাফিক বক্সে হামলা: ১৫০ জনকে আসামি করে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
মিরপুরে ট্রাফিক বক্সে হামলা: ১৫০ জনকে আসামি করে মামলা

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় অবৈধভাবে চলা ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা প্রায় পাঁচটি ট্রাফিক পুলিশের বক্সে হামলা করে। এতে মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আহাদ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, পুলিশ বক্সে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ এ মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।  

এ বিষয়ে তদন্ত করছি ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।