ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

জুরাইনে মাটি কাটার সময় ৬ শ্রমিক দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
জুরাইনে মাটি কাটার সময় ৬ শ্রমিক দগ্ধ

ঢাকা: রাজধানীর জুরাইনে লিকেজ হওয়া গ্যাস লাইন মেরামতের জন্য মাটি কাটার সময় আগুনে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছে।  

শুক্রবার (১৪ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর জুরাইন শিশু কবরস্থানের পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সিরাজ (২০) মো. খলিল (৪৫) জুম্মন (১৯) আজিজুল (৬৫) আব্দুর রহমান (৬০) ও জিহাদ (৫০)।

দগ্ধ জুম্মন জানান, তারা শ্রমিক। রাতে জুরাইন শিশু কবরস্থানের পিছনের একটি গলিতে রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মাটি কাটার কাজ করছিলেন। সেই গর্ত ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করছিলেন। এমন সময় ওই মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ৬ জনই কমবেশি দগ্ধ হন।

বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে।  

শ্রমিক সরদার সেলিম মিয়া জানান, এলাকার লোকজন তিতাস অফিসে অভিযোগ করেছে যে রাস্তায় গ্যাসের গন্ধ পাওয়া যায়। এ কারণে সেখানে লিকেস খুঁজতে মাটি কাটার কাজ করছিল শ্রমিকরা। কাজ করার সময় হঠাৎ আগুনে ফুলকিতে ছয় শ্রমিক দগ্ধ হয়। তাদের মধ্যে সেলিম ও খলিলের অবস্থা গুরুতর।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধরা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এদের মধ্যে খলিল ও সিরাজের অবস্থা গুরুত্ব। সবাই কমবেশি দগ্ধ হয়েছেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।