মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ১৮ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৫৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৬ কেজি ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত চলে এ অভিযান। শিবচর উপজেলা মৎস অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
মৎস অফিস জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত মৎস অফিসের নেতৃত্বে শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ১৮ জেলেকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ১৫ জনকে ২০ দিন করে কারাদণ্ড এবং তিনজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস কা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বাংলানিউজকে জানান, প্রতিদিনই নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানে আটকদের নিয়ম অনুযায়ী জেল-জরিমানা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এফআর