ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
খুলনায় পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

খুলনা: খুলনার খানজাহান আলী থানার যোগীপোল এলাকায় পুলিশ কনস্টেবল শাকিল আহমেদের স্ত্রী মাহমুদা টুম্পা (২৯) গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর যোগীপোল এলাকার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বাংলানিউজকে বলেন, শাকিল খুলনা কোর্ট পুলিশের সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। দুপুরের খাবার তিনি খেয়ে ডিউটিতে চলে আসেন। রাত সাড়ে ৯টার দিকে যোগীপোল এলাকায় তার ভাড়া বাসায় পৌঁছালে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। পরে বাড়ির মালিককে ডেকে এনে দরজা ভেঙে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন তিনি। খবর পেয়ে পুলিশ টুম্পার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, শাকিল দুই সন্তানের জনক। তার বড় মেয়ে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। ছোট সন্তানের বয়স আড়াই বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করছেন তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।