নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে আগুন লেগে ১৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (১৪ অক্টোবর) দিনগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা বলেন, খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ৩টি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। ১টি ইউনিট এখনো কাজ করছে। তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
জেডএ