ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

ভোলা: ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা নুরুল ইসলাম খুন হয়েছেন। এ ঘটনায় চাচা আব্দুল মালেককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলার এওয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ঘটে ও ঘটনা।

নিহত নুরুল ইসলাম ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ঈমাম ছিলেন।

পুলিশ জানায়, চাচা আবদুল মালেকের সঙ্গে ভাতিজা নুরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান আছে। এ বিষয়েই শুক্রবার তাদের মধ্যে তর্ক-বিতর্ক বাধে। এ সময় আবদুল মালেকে খন্তা দিয়ে নুরুল ইসলামকে আঘাত করেন। তখন নুরুলকে রক্ষা করতে তার স্ত্রী সন্তান ছুটে এলে তাদেরও মারধর করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় নুরুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপেতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়ির নিহতের চাচা আবদুল মালেক জামদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।