ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
রাজধানীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর চকবাজারের ঢাকেশ্বরী মন্দির রোড এলাকায় শামসুল ইসলাম সেলিম (৬০) নামের এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৫অক্টোবর) সকাল ৭টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

মৃত সেলিমের ভাগিনা মিজানুর রহমান বলেন, ঢাকেশ্বরী মন্দির রোডে তাদের নিজেদের পাঁচতলা বাড়ি। সকাল ৭টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এ সময় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।  

মিজান জানান, তার মামা সেলিম অবিবাহিত ছিলেন। তিনি কোনো পেশায় নিযুক্ত ছিলেন না।   

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এজেডএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।