মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ৭০৫টি ইয়াবা ট্যাবলেটসহ হাসান কাজী (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হাজী ওমর আলী বেপারীকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক হাসান ভাঙ্গা উপজেলার আলগী এলাকার কুদ্দুস কাজীর ছেলে।
শিবচর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ওই এলাকার মৃত আলতাফ খাঁর (আটক হাসানের শ্বশুর) বাড়িতে মাদক কেনা-বেঁচা হচ্ছে। এ খবরে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাচ্ছের আলী ও রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে হাসানকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৭০৫টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৯ হাজার টাকা জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসানকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় দুই লাখ ১১ হাজার ৫০০ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ বিষয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এফআর