ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে ২১ জেলের এক বছর করে কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
বরিশালে ২১ জেলের এক বছর করে কারাদণ্ড 

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার দায়ে বরিশালের হিজলা উপজেলার ২১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের হাকিম হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।

সাজা পরোয়ানায় তাদের শনিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে হিজলা নৌ-পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র জানিয়েছেন।

তিনি জানান, এর আগে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত মেঘনা ও সংলগ্ন শাখা নদীতে অভিযান পরিচালনা করে মোট ২৫ জেলেকে আট করা হয়।

এর মধ্যে এক জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

২৫ জনের মধ্যে তিন জনের বিরুদ্ধে হিজলা থানায় মৎস্য আইনের ৫(২) (খ) ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে।

হিজলা নৌ পুলিশের এসআই মো. নুরুল আমিন পৃথক দুই মামলার বাদী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমএস /এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।