ঝিনাইদহ: ঝিনাইদহ সদরের শৈলমারী বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে ধাক্কায় শংকর কুমার সরকার (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ধোপাবিলা গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেড়িয়ে শৈলমারী বাজারে যাচ্ছিলেন শংকর। পথে ঘটনাস্থলে এলে বিপরিত দিক
থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন শংকর। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক নসিমনটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এসআরএস