ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে বাস মেরামতের সময় অন্য বাসের ধাক্কায় মিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
সড়কে বাস মেরামতের সময় অন্য বাসের ধাক্কায় মিস্ত্রির মৃত্যু

ঢাকা: রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় ‘সেন্টমার্টিন’ নামে একটি বাস সড়কের পাশে পার্কিং করে মেরামত করার সময় ‘ব্যাপারী পরিবহন’ নামে অপর একটি বাসের ধাক্কায় রিফাত (১৬) নামে এক কিশোর মারা গেছে।  

শনিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে সায়দাবাদ বরিশাল টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর সেন্টমার্টিন পরিবহনের মিস্ত্রি ছিল।

তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বেলা ১টার দিকে চিকিৎস মৃত ঘোষণা করে।

নিহত রফিক কিশোরগঞ্জ সদর উপজেলার কাজল মিয়া সন্তান। বর্তমানে সায়দাবাদ হুজুরবাড়ী এলাকায় থাকতো।

নিহতের মামা মঞ্জিল মিয়া এসব তথ্য নিশ্চত করে বলেন, রাস্তার পাশে সেন্টমার্টিন পরিবহন দাঁড় করিয়ে মেরামত করছিলাম আমি ও আমার ভাগ্নে রিফাত। তখন পেছন দিক থেকে ব্যাপারী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে দুই বাসের চাপায় সে প্রথমে আহত হয়। পরে হাসপাতালে মারা যায়।

যাত্রাবাড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এই ঘটনা একজন মারা গেছে বলে পুলিশ জানতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।