ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার রুদ্রবানা চায়না মিলের সামনে নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও আয়োজকরা জানান, উপজেলার বানা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত নৌকাবাইচ উদ্বোধন করেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার।
বানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, যুবলীগ নেতা আলমগীর কবির প্রমুখ।
নৌকাবাইচে প্রথম স্থান অধিকার করেন কালীসংকরপুরের কবির মোল্লার নৌকা, দ্বিতীয় হরে কৃষ্ণপুরের আতর মোল্লার নৌকা, তৃতীয় হন মহম্মদপুরের আতিক হাসানের নৌকা, চতুর্থ হন বানা গ্রামের নেছার শেখের নৌকা ও পঞ্চম স্থান অধিকার করে মাকড়াইলের মোজাম্মেল হোসেনের নৌকা।
বিজয়ীদের মধ্যে আকর্ষণী পুরস্কার বিতরণ করা হয়।
বানা ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, নৌকাবাইচে হাজার হাজার মানুষের মিলন মেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাইচে ছোট-বড় সাতটি নৌকা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এসআরএস