ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রাবাদে দলবদ্ধ ধর্ষণের শিকার‌ ‘সেই বিউটিশিয়ান’ অন্তঃসত্ত্বা নন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
শুক্রাবাদে দলবদ্ধ ধর্ষণের শিকার‌ ‘সেই বিউটিশিয়ান’ অন্তঃসত্ত্বা নন

ঢাকা: ধানমন্ডির শুক্রাবাদে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগকারী‌ ‌‘সেই বিউটিশিয়ান’ অন্তঃসত্ত্বা নন। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় তার পেটে সন্তানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

তবে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশকে ওই নারী জানিয়েছিলেন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বেগম ওই নারীর পেটে বাচ্চা না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলট্রাসনোগ্রাম পরীক্ষার রিপোর্টে দেখা গেছে ওই নারী বিউটিশিয়ান অন্তঃসত্ত্বা নন। তিনি আরও জানান, এখানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ম অনুযায়ী আমরা তার বেশ কয়েকটি পরীক্ষা করি। এর পাশাপাশি আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায় তার পেটে কোনো সন্তান নেই। ওই নারী এক মাসের অন্তঃসত্ত্বা হলেও পরীক্ষার রিপোর্টে সেটা আসতো। কিন্তু পরীক্ষায় তিনি অন্তঃসত্ত্বা এমন কিছুই ধরা পড়েনি। আজকে (১৫ অক্টোবর) তাকে ওসিসি থেকে ছাড়পত্র দেওয়া হয়।

>>> আরও পড়ুন: ‘সেই’ বিউটিশিয়ানকে দলবদ্ধ ধর্ষণ করা হয় শুক্রাবাদে

                         বিউটিশিয়ানকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ!

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।