ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী বন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী বন্দির মৃত্যু

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি হবিগঞ্জের লাখাই উপজেলার মানবতা বিরোধী অপরাধ মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সালেক মিয়ার (৮৩) মৃত্যু হয়েছে।   

শনিবার (১৫ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকৎসাধীন তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রুকোনুজ্জামান জানান, ১২ অক্টোবর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সালেক মিয়াকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিলো। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুদ্দা গ্রামে। বাবার নাম আব্দুল সাত্তার মিয়া। তার কয়েদি নম্বর- ৭৭১৭/এ।  

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে একটি সূত্র জানিয়েছে, হবিগঞ্জের মানবতা বিরোধী অপরাধ মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন সালেক মিয়া।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।