ঢাকা: নারীর নিরাপত্তায় ১০০টি গণপরিবহনে তথা বাসে সিসি টিভি স্থাপন করা হচ্ছে। নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে এ উদ্যোগ বাস্তবায়িত হবে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
আগামী রোববার (১৬ অক্টোবর) সকাল ১০টায় গাবতলীতে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এতে সংসদ সদস্য এ্যারোমা দত্ত, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি সফিকুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমআইএইচ/আরবি