ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রয়েছে: বীর বাহাদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রয়েছে: বীর বাহাদুর

বান্দরবান: পার্বত্যাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জাতির পিতার সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।  

মন্ত্রী বলেন, পার্বত্যাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামোসহ সব খাতের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ডের বাস্তবায়নে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক, বৌদ্ধ বিহার, ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনের পর আজিজনগর চাম্বি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সমতল এলাকার মত পার্বত্য এলাকারও ব্যাপক উন্নয়ন হচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।  

মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সবাই সুখে রয়েছে, আর এই সরকারের আমলে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে গরিব ও অসহায়রা বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধাভাতাসহ নানা সরকারি সেবা প্রকল্পের মাধ্যমে সাধারণ জনগণ এখন সুন্দরভাবে জীবনধারণ করছে।

আজিজনগরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. লুৎফুর রহমান, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ সরকারি বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সভা শেষে পার্বত্যমন্ত্রী স্থানীয় জনগণের মাঝে কৃষি উপকরণ, ট্রেউটিন, ভিজিডি চালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।