কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে দরজা-জানালায় ব্যবহার করা তারপিন তেলের ড্রাম বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষণপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ রুবেল (২৮)। তিনি উপজেলার ভাউপুর গ্রামের কুটি বাড়ির ওসমান গণির ছেলে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ি থেকে তারপিনের একটি ড্রাম নিয়ে বাজারের একটি ওয়ার্কশপে আসেন রুবেল। সেখানে তিনি ড্রামটির ওপরের অংশ দিয়ে নিয়ম মতো জমা হওয়া গ্যাস বের না করেই ছিদ্র করার চেষ্টা করেন। তখন ড্রামটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুবেল।
ওসি মাহাবুল কবির বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা করেছি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
আরএ