ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ অর্ধশতাধিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ অর্ধশতাধিক আহত

সিলেট: সিলেটে বাস স্ট্যান্ডের টোলের টাকা আদায় নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) ১০ টার দিকে জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে এ ঘটনায় ঘটে।

এরপর রাত ১১ টার দিকে বিশ্বনাথ থানা পুলিশ, এসএমপির জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। পরে রিজার্ভ পুলিশ তলব করা হয়। ফলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরআগে সংঘর্ষ চলাকালে বেশকিছু দোকানপাট ও যানবাহন ভাঙচুর করা হয়।

বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষরেদ চেয়ারম্যান কবির হোসেন দলা মিয়া বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এছাড়া দু’পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।