ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের গাড়িতে লুট, ৭২ ঘণ্টা পর গ্রেফতার ৬ ডাকাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
পুলিশের গাড়িতে লুট, ৭২ ঘণ্টা পর গ্রেফতার ৬ ডাকাত আটকরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ৭২ ঘণ্টা পর গ্রেফতার হয়েছে ৬ ডাকাত। উদ্ধার হয়েছে লুট হওয়া হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্মসহ বিভিন্ন মালামাল।

সেই সঙ্গে জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র।  

রোববার (১৬ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল।

গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর উত্তরপাড়া (১নম্বর মিলগেট) এলাকার মো. আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ ওরফে ইউসুফ ওরফে অন্তর (২২), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাখরনগর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে (বর্তমান ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের ভাড়াটিয়া বাড়ি) ওয়াজেদ আলী (৩৪), সিরাজগঞ্জ পৌর এলাকার চরমালশাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান ওরফে নিকি (২১), সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের বাবু কসাইয়ের ছেলে ইনামুল হক আশিক (১৯), সয়া ধানগড়া মহল্লার মৃত কিসমত আলীর ছেলে আব্দুল মোতালেব (২৬), চক শিয়ালকোলের মৃত ফটিক শেখের ছেলে সোহেল রানা (২৮)।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, বগুড়ার সোনাতলা পুলিশের একটি টিম ঢাকা থেকে একজন ভিকটিম উদ্ধার করে মাইক্রোবাসে করে ফেরার পথে গত বুধবার (১২ অক্টোবর) ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ১৭ নম্বর ব্রিজের আগে ডাকাতের কবলে পরে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। এ ঘটনায় শুক্রবার (১৪ অক্টোবর) বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার তদন্তে পুলিশের একটি চৌকস টিম গঠন করা হয়। এ টিমটি তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে। পরে গাজীপুরের কোনাবাড়ি ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিরামহীন অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতার হওয়া ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, তিনটি মোবাইল, ১টি পুলিশের ইউনিফর্ম, ১টি পুলিশের আইডি কার্ড ও নগদ ৬ হাজার ২শ টাকাসহ মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি বার্মিজ চাকু ও একটি চাপাতি জব্দ করা হয়।  

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গত এক বছরে একাধিক ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। অনেকের বিরুদ্ধেই ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকের মামলা রয়েছে।  

সংবাদ সম্মেলনে পুলিশের ঊধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।