ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে বাসের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
কাশিয়ানীতে বাসের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সাইফুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।  

সোমবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল শেখ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে।
 
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানিয়েছেন, ওই শ্রমিক মহাসড়কের পাশে ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় একটি কালভার্টের সংস্কার কাজ করছিলেন। সকাল ৯টার দিকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।  

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।