ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জুতার মধ্যে মিললো ১০টি সোনার বার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
জুতার মধ্যে মিললো ১০টি সোনার বার 

বেনাপোল (যশোর): বেনাপোল রেলস্টেশনে অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক চোরাকারবারির পায়ে থাকা জুতার ভেতর থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।  

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণের এ চালানসহ অনিককে আটক করা হয়।

 

আটক অনিক মুন্সিগঞ্জ জেলার মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, স্বর্ণের বড় একটি চালান বেনাপোল রেলস্টেশন এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এসময় তার জুতার মধ্যে থেকে ১০টি সোনার বার পাওয়ায় তাকে আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ৯৩ লাখ ৪৮ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।