কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
সোমবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া সদরের মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় কুষ্টিয়া-ত্রিমোহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, দুপুরে মঙ্গলবাড়ীয়া বাজারের কাছে কুষ্টিয়া থেকে দৌলতপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই নারী যাত্রী নিহত হন। এসময় আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এসআই