ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভোট কেন্দ্রে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
ভোট কেন্দ্রে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লায় উপজেলা পরিষদ নির্বাচন দেখতে গিয়ে হার্ট অ্যাটাকে হয়ে রাশেদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) জেলার বুড়িচং উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত রাশেদুল বুড়িচংয়ের সিন্ধুরিয়া পাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দারের মৎস্য হ্যাচারিতে শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চেয়ারম্যান লালন হায়দার জানান, সোমবার জেলা পরিষদের নির্বাচন দেখতে বন্ধুদের নিয়ে রাশেদ উপজেলা পরিষদে যান। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের কাছাকাছি একটি দোকানে চা পান করছিলেন তিনি। এ সময় হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাশেদুল প্রায়ই উচ্চ রক্তচাপে ভুগতেন। কখনও কখনও তিনি তিন-চার দিন অসুস্থ হয়ে শুয়ে থাকতেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বাংলানিউজকে বলেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে রাশেদের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।