ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রাজশাহী:  রাজশাহীর পুঠিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মামুনুর রশীদ মামুন (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মো. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন৷

দণ্ডপ্রাপ্ত মামুন পুঠিয়া উপজেলার ধোপা পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালে ৩ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার সময় এলাকাবাসীর হাতে আটক হন মামুনুর রশীদ মামুন (২৫) । এ ঘটনায় পুঠিয়া থানায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময় : ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এসএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।