ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি জমি বিক্রি, সাব-রেজিস্ট্রারসহ ১১ জনের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
সরকারি জমি বিক্রি, সাব-রেজিস্ট্রারসহ ১১ জনের নামে মামলা

ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে নোয়াখালীর গণপূর্ত বিভাগের সরকারি ১৪ শতক জমি বিক্রির অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ ১১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ অক্টোবর) দুদক, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর উপ-সহকারী পরিচালক আরিফ আহম্মদ বাদী হয়ে এই মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন- মাহবুবুল হক আজাদ, বেলাল হোসেন, আবুল হোসেন,) আবদুল্যা আল মাহমুদ, আকবর হোসেন, মোহাম্মদ উল্যা, দলিল লেখক দেলোয়ার হোসেন, জাকের হোসেন, নোয়াখালী সদরের সাব-রেজিস্ট্রিার রাজীব মজুমদার, নাজনীন আক্তার বীথি ও  আবদুল মোতালেব আপেল।

মামলার এজহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন সাবেক ১০১, হাল ১২২ নং লক্ষ্মীনারায়ণপুর মৌজার সাবেক ১৪১৫, হাল ৪৮৩৯ দাগের ২ আনায় নোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশলীর নামীয় নোয়াখালী গণপূর্ত বিভাগের সরকারি ১৪ (চৌদ্দ) শতক জমি বেহাত/বিক্রি করায় বিজ্ঞ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে ৪০৬/৪২০/৪৬৭/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এই মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।