ঢাকা: ২০০৩ সালে ফেনী জেলার সোনাগাজীতে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ বছরের মেয়েকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৮ বছর ধরে পলাতক আসামি লাতুকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ বিষয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এমএমআই/এমজেএফ