ভোলা: ভোলায় অটোরিকশার ধাক্কায় ইউসুফ আলী বয়াতি (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধায় ভোলা-ইলিশা সড়কের সর্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আলী একাব্বর বয়াতির ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধার দিকে ইউসুফ বয়াতি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ইলিশাগামী একটি যাত্রীবাহি অটেরিকশা পেছন থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যনস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এফআর