ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিটিআরসির অনুমোদনহীন ৭৮ মোবাইল ফোনসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
বিটিআরসির অনুমোদনহীন ৭৮ মোবাইল ফোনসহ গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর শনির আখড়া থেকে বিটিআরসির অনুমোদনহীন বিপুল পরিমাণ মোবাইলসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গ্রেফতার আসামিরা হলেন- মো. অহিদুল ইসলাম (২৩), রুবেল (২৮), দেলোয়ার (২৮) ও রুবেল (২৪)।

অভিযানে তাদের কাছ থেকে বিটিআরসির অনুমোদনহীন মোট ৭৮টি মোবাইল সেট ও ৩৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, সোমবার (১৭ অক্টোবর) রাতে র‌্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শনির আখড়া আয়েশা সুপার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর লাইসেন্স ব্যতীত মোবাইল মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রি ও প্রদর্শন করার অপরাধে ৪ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা মোবাইল চোরাকারবারির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।