ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ান হাইকমিশনারের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ান হাইকমিশনারের বৈঠক

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ান হাইকমিশনার হাজনাহ মো. হাসিম।

মঙ্গলবার (১৮ অক্টোবর) মন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়ার শ্রমবাজার, মালয়েশিয়ায় স্বল্পতম সময়ে অধিক সংখ্যক কর্মী পাঠানো ও কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুজন।

মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম এনডিসি, বোয়েসল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সিলর আনিস ওয়াজদি মোহা. ইউসুফ, প্রথম সচিব মোহা. আসজুয়ান আব্দুল সামাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮,২০২২
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।