সিলেট: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আকস্মিক ঘুর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে অর্ধশতাধিক ঘরবাড়ি। গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে বসত ঘরে ও সড়কের উপর।
সোমবার (১৭ অক্টোবর) দিনগত গভীর রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বর্তামানে অনেকের স্থান হয়েছে খোলা আকাশের নিচে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূইয়া।
তারা ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এনইউ/এসএ