শরীয়তপুর: শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন এলাকায় অসহায়দের মধ্যে গরুর মাংস দিয়ে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ও আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে শরীয়তপুর সদর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মো. রোমান আকন্দের উদ্যোগে এ খাবার দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় দলীয় বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। যুবলীগ নেতা মো. রোমান আকন্দ সবার কাছে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসআরএস