ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শেখ রাসেলের জন্মদিন 

শরীয়তপুরে অসহায়দের মধ্যে মাংস-খিচুড়ি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
শরীয়তপুরে অসহায়দের মধ্যে মাংস-খিচুড়ি বিতরণ রিকশাচালকের হাতে খাবার তুলে দিচ্ছেন মো. রোমান আকন্দ

শরীয়তপুর: শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন এলাকায় অসহায়দের মধ্যে গরুর মাংস দিয়ে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে।  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ও আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে শরীয়তপুর সদর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মো. রোমান আকন্দের উদ্যোগে এ খাবার দেওয়া হয়।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এ কর্মসূচি পালন করা হয়।  

এ সময় দলীয় বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। যুবলীগ নেতা মো. রোমান আকন্দ সবার কাছে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।