ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শিক্ষা কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
কুড়িগ্রামে শিক্ষা কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ার হাটিরপাড় এলাকা থেকে ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের স্ত্রী ফেরদৌসী বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে জেলা শহরের হাটিরপাড় এলাকার বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিহত ফেরদৌসীর এক সন্তান স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির পরও কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের জানায়।  স্থানীয়রা মিস্ত্রি এনে দরজার লক ভেঙ্গে নিহত ফেরদৌসীকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদশে সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।