ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে মো. রাইয়ান (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মো. রাইয়ান (৬) ওই এলাকার রজব আলীর ছেলে।  

জানা গেছে, দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রাইয়ান। এরপর আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে গর্তের পানিতে রাইয়ানের মরদেহ ভাসতে দেখতে পান পরিবারের লোকজন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।  

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।