গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকা মণ্ডল (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে খোকা তার ধানের জমিতে সেচ দিতে যান। এ সময় সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পবিত্র কুমার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসআরএস