ফেনী: ফেনী জেলায় ৫৫ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের জন্মদিনে জেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি কলেজ ও ৯টি মাদ্রাসায় কম্পিউটার ল্যাব উদ্বোধন ঘোষণা করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমেনা বেগম।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, ফেনী সদরের ১৬ শিক্ষা প্রতিষ্ঠানে, সোনাগাজীতে ১৩টি, দাগনভূঞায় ৫টি এবং ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী উপজেলার প্রতিটিতে ৭ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।
এ প্রসঙ্গে মোমেনা বেগম জানান, প্রত্যেক ল্যাবে ১১টি করে কম্পিউটারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম প্রকল্প থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রযুক্তি জ্ঞানে দক্ষ জনশক্তি গড়তে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখবে। এটি নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব পালন করতে হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসএইচডি/এসএ