ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে বাবার পর এবার ছেলেকে গলা কেটে হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে বাবার পর এবার ছেলেকে গলা কেটে হত্যা 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন (২৩) নামে এক রোহিঙ্গাকে গলা কেটে ও গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উখিয়ার ক্যাম্প ১৯ এ ঘটনা ঘটে।

সৈয়দ হোসেন ক্যাম্প-১৯, ব্লক-এ/১০ এর মৃত জমিল হোসেন ছেলে।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ক্যাম্প-১৯, ব্লক-এ/১০ এর একটি দোকানের সামনে পাঁচ থেকে ছয়জনের একটি দুষ্কৃতিকারী দল সৈয়দ হোসেনের ওপর আকস্মিকভাবে হামলা করে। দুষ্কৃতিকারীরা ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ও গুলি করে মারাত্মক জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, কতিপয় দুষ্কৃতিকারীরা এর আগে তার বাবা জমিল হোসেনকে খুন করে। খুনের মামলার আসামিদের গ্রেফতারের জন্য সৈয়দ হোসেন তৎপর ছিলেন। এর জের ধরে আক্রোশে দুষ্কৃতিকারীরা তাকেও খুন করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফারুক আহমেদ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া পুলিশ টহল জোরদারসহ খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।