পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ডোবার পানিতে পড়ে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ওই গ্রামের কবির হোসেনের মেয়ে মনি (২) ও মুক্তা (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনি ও মুক্তা বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে মা ও পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। একপর্যায়ে ডোবায় তাদের ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. তারিফা আক্তার তামান্না তাদের মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন ডোবায় পড়ে যমজ দুই বোনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
আরএ