ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ট্রেনের বগি লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর যোগাযোগ সচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
কালিয়াকৈরে ট্রেনের বগি লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর যোগাযোগ সচল ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বুধবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মালবাহী ট্রেনের একটি লাইনচ্যুত হয়।  

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে এবং মৌচার ও হাইটেক সিটিসহ কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে থাকে।  

খবর পেয়ে উদ্ধারকর্মী দল এসে ট্রেনের বগি দুটি উদ্ধার করে। পরে ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর সকাল সোয়া ৮ থেকে ঢাকা উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেন।  

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২ 
আরএস/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।