ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বন্যহাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
বান্দরবানে বন্যহাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত আব্দুল মান্নান

বান্দরবান: বান্দরবানে বন্যহাতির আক্রমণে আব্দুল মান্নান (৫৩) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।  

তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী এলাকা ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) নায়েব সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে চোরাকারবারীরা গরু নিয়ে সীমান্ত দিয়ে নাইক্ষ্যংছড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল রাতে অভিযান শুরু করে। পথিমধ্যে বন্যহাতির একটি দল বিজিবির টহল দলের সামনে পড়লে বাকিরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, রাতেই নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।