পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক ও নগদ টাকাসহ পাঁচ বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ মিঠাখালী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোসাম্মাৎ আসমা আক্তার ও মোসাম্মাৎ নূরজাহান, আবুল বাশার ওরফে কালাম, মো. মাহাবুব হাওলাদার, মো. রত্তন আলী হাওলাদার।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন জানান, পিরোজপুর ডিবি পুলিশ (দক্ষিণ) গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের স্লুইস গেট এলাকার রত্তন হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুই নারী ও তিন পুরুষকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মাদক ও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ডিবি পুলিশ মাদকসহ পাঁচ বিক্রেতাকে আটক করেছে বলে শুনেছি।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
আরএ