ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ইলিশ ধরার দায়ে তিন জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
ঝালকাঠিতে ইলিশ ধরার দায়ে তিন জেলের কারাদণ্ড প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে আটক করে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।

দণ্ডিত জেলেরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর দপদপিয়া এলাকার মোসলেম মীরের ছেলে মিজন মীর (৩০), একই এলাকার হোচেন আলী খন্দকারের ছেলে সুরুজ খন্দকার (২৬) ও মগর ইউনিয়নের রুস্তম খানের ছেলে রবিউল খান (২৪)

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে মোট পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।