ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে মিলল পিডিবি কর্মচারীর ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
কাপ্তাইয়ে মিলল পিডিবি কর্মচারীর ঝুলন্ত মরদেহ

রাঙামাটি: রাঙামাটি কাপ্তাই উপজেলায় নিয়াজ মোর্শেদ (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার বাংলা কলোনীতে তার নিজ বাসার সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিয়াজ চট্টগ্রামের সীতাকুন্ড উপজলার মুক্তার হোসেনের ছেলে। তিনি কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পুরসংরক্ষণ বিভাগের ডাইভারশন চ্যানেল সাহায্যকারী পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হয়ে আসা পারিবারিক কলহের কারণেই নিয়াজ মোর্শেদ আত্মহত্যা করেছেন।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হোসেন বলেন, নিয়াজ বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন বলে জেনেছি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।