ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে খাদ্য তৈরি একটি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
টঙ্গীতে খাদ্য তৈরি একটি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের মালিককে এ জরিমানা করা হয়।



জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে চিপস্, জুসসহ ১০/১২ ধরনের শিশু খাদ্য তৈরি করে আসছিল। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বিএসটিআইর কোন লাইসেন্স দেখাতে পারেনি। তাদের নিজস্ব কোন ল্যাবরেটরি নেই, অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা আবর্জনার স্তুপের মাঝে শিশু খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছিল। এছাড়া ওজনে কম দেওয়া হয়। এসব অপরাধে এই প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ অক্টোবর ১৯, ২০২২
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।