ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুর পৌরসভার মেয়র মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
দুর্গাপুর পৌরসভার মেয়র মারা গেছেন মো. আলা উদ্দিন

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলা উদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মঙ্গলবার (১৯ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য রেমন্ড আরেং।

আলা উদ্দিন পৌর শহরের তেরীবাজার এলাকার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে। জীবনের ৫৭টি বছর  অতিক্রম করে মারা যাওয়ার সময় দুই স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি ছাড়াও রাজনৈতিক সহযোদ্ধাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে মেয়র নির্বাচিত হন।  

পরিবারের সদস্যদের বরাতে রেমন্ড আরেং জানান, গত ১২ সেপ্টেম্বর শ্বাসকষ্টসহ আরও কিছু রোগে আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার রাত দেড়টার দিকে হাসপাতালে মারা যান। তার মরদেহ দুর্গাপুরে আনা হয়েছে।  

বিকেল ৫টার দিকে সুসং সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।