ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৮ ছিনতাইকারী গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
কেরানীগঞ্জে ৮ ছিনতাইকারী গ্রেফতার গ্রেফতাররা

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আট ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০ এর মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন এএসপি এনায়েত কবির।

তিনি বলেন, মঙ্গলবার ভোররাতে কেরাণীগঞ্জ মডেল থানার জনি টাওয়ার ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় পৃথক অভিযানে পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৪টি ছোরা ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জের আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। এছাড়া পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিস ছিনতাই করতো। গ্রেফতারদের নামে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।