ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
ভোলায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ভোলা: ভোলায় অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ফেনসিডিলসহ  মো. জহিরুল ইসলাম (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বুধবার (১৯ অক্টোবর) সকালে জেলা সদরের খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৪১৪ টাকা জব্দ করা হয়েছে।

আটক জহিরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া থানার রতনপুর গ্রামের মো. আব্দুল রবের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ ভিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম ভোলার খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে ভোলার খেয়াঘাটে আসা একটি যাত্রীবাহী লঞ্চের যাত্রী মো. জহিরুল ইসলামকে আটক করা হয়।

পরে তার হাতে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন ও নগদ ৪১৪ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।