ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
শুক্রবার শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

ঢাকা: বাংলাদেশ-ভারতের ১২২টি সাংস্কৃতিক দল নিয়ে আগামী শুক্রবার (২১ অক্টোবর) থেকে ঢাকার শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।

উগ্র মৌলবাদ, সামাজিক কূপমণ্ডূকতার বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দশমবারের মতো এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

পাশাপাশি বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক টানাপড়েনকে সংস্কৃতির মাধ্যমে ঘুচিয়ে আনার প্রত্যয়ও ঘোষণা করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২২ উদযাপন পর্ষদ।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সেমিনার হলে এ উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন উদযাপন পর্ষদের সভাপতি গোলাম কুদ্দুছ।

আগামী ২১ অক্টোবর সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২২’ এর উদ্বোধন করবেন মঞ্চসারথি আতাউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।  

এছাড়া উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ, লিয়াকত আলী লাকী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ।

সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব আকতারুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, ভারত-বাংলাদেশ দুদেশের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষ্য নিয়েই মূলত ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’ আয়োজিত হয়ে আসছে গত নয় বছর যাবৎ।

তিনি বলেন, মৌলবাদের উত্থান ঠেকাতে, যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে, অসাম্প্রদায়িক বাংলাদেশ পড়তে বীর যোদ্ধার মতো বরাবরি সন্মুখ যোদ্ধা এদেশের সংস্কৃতিকর্মীরা। যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে, সামাজিক অনাচারের বিরুদ্ধেও সংস্কৃতিকর্মীরা রাস্তায় নেমেছে, মানবিকতার পাশে থেকেছে অকুতোভয় সৈনিকের মতো। সংস্কৃতির এ মহাশক্তিকে আরও একবার বিপুল জনগোষ্ঠীর সম্মুখে উপস্থাপনের লক্ষ্যে আবারও আয়োজিত হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।

গোলাম কুদ্দুছ বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের সাংস্কৃতিক পটভূমিকা এক। তা সত্ত্বেও দুদেশের কিছু রাজনৈতিক টানাপড়েন রয়ে গেছে। আমরা মনে করি তা ঘুচাতে হলে সাংস্কৃতিক শক্তির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সংস্কৃতি সত্য, ন্যায়, প্রগতি ও মানবিক মূল্যবোধের কথা বলে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে- সাংস্কৃতিক উৎসব আয়োজনের মধ্য দিয়ে আমরা সেই কথা বলতে চাই। সামাজিক কূপমণ্ডূকতার বিরুদ্ধে আমরা বলতে চাই নারী জাগরণের কথা। আমরা বলতে চাই, জাতি-ধর্ম নির্বিশেষে এ দেশটা সব মানুষের হবে।

আগামী ২১ অক্টোবর উদ্বোধনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে থিয়েটার প্রযোজনা নাটক ‘পোহালে শর্বরী’। ওইদিন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে বাংলাদেশ পুলিশ থিয়েটার প্রযোজনা ‘অভিশপ্ত আগস্ট’; স্টুডিও থিয়েটার হলে মানিকগঞ্জের নিরাভরণ থিয়েটারের প্রযোজনা ‘জুঁইমালার সইমালা’।

ওইদিন শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে মঞ্চস্থ হবে বহ্নিশিখা প্রযোজনার নৃত্যনাট্য ‘কুঞ্জ সাজাও গো’। পরে ঋষিজ শিল্পীগোষ্ঠী প্রয়াত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের গানগুলো পরিবেশন করবে। একইদিন বেইলি রোডের নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চস্থ হবে লোক নাট্যদলের (বনানী) প্রযোজনা ‘কঞ্জুস’।

আগামী শুক্রবার জাতীয় নাট্যশালার লবিতে উন্মুক্ত মঞ্চে শিশু সংগঠন বিন্দু শিশুদল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্র, স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র, বাংলা নাট্যদলের পরিবেশনা থাকছে।

আগামী ২১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আয়োজিত গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের ভেন্যু হিসেবে রয়েছে-
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন। নাটক, কবিতা, নাচ, গান, আবৃত্তিতে প্রায় ৪ হাজার শিল্পী অংশ নেবে এবার।

গোলাম কুদ্দুছ জানান, ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা গৌতম হালদার এবার গঙ্গা-যমুনা নাট্যোৎসবে অংশ নেবেন। আগামী ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের নয়ে নাটুয়া প্রযোজিত ‘মরমিয়া মন’ নাটকে তিনি পারফর্ম করবেন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। আগামী ২৮ অক্টোবর গৌতম হালদার অভিনীত ‘নকশি কাঁথার মাঠ’ ও ২৯ অক্টোবর ‘বড়দা বড়দা’ মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালার মূল হলে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।